ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

২১ বছর আগে স্কুলছাত্র হত্যা: হাইকোর্টের রায় ২৯ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
২১ বছর আগে স্কুলছাত্র হত্যা: হাইকোর্টের রায় ২৯ মার্চ

ঢাকা: ২১ বছর আগে গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লা সরকারকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন প্রাপ্তদের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার (২২মার্চ) শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ২৯ মার্চ (মঙ্গলবার) দিন রেখেছেন।



আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন ও গোলাম আব্বাস চৌধুরী দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০০১ সালের ৯ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লা সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় সানাউল্লার ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।

এ মামলার বিচার শেষে ২০১৬ সালের ৯ আগস্ট গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহি ভূইয়া রায় ঘোষণা করেন। রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম,আলম শেখ, সেলিম শেখ, নয়ন শেখ, আনোয়ার হোসেন শেখ। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, আনোয়ারা বেগম, আবদুল মোতালেব ও শামসুদ্দিন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও আপিল করেন।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ বলেন, ‘বিচারিক আদালতে রায়ের পর আনোয়ারা বেগম এবং আলম শেখ মারা গেছেন। ’

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।