ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

নড়াইলে ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১, ২০২২
নড়াইলে ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইলে মাদক মামলায় মো. মিলন নামে এক ফেনসিডিল বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মিলন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর বড়বাড়ি গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সেই সময়ের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ওয়ালিউল ইসলামের নেতৃত্বে একটি দল নড়াইল-যশোর সড়কের চাচড়া নামক স্থানে যানবাহন তল্লাশি করছিল। এ সময় যশোর থেকে আসা একটি বাস তল্লাশিকালে আসামি মিলনের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডি উদ্ধার করে তাকে আটক করা হয়।

পরে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।