ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

লালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মে ১৩, ২০২৪
লালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর: নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ছাব্বির নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এসময় অপর দুই আসামি আব্দুল মান্নান ও মুক্তার হোসেনকে খালাস দিয়েছেন বিচারক।  

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান বাংলানিউজকে জানান, প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে আসামি ছাব্বির ২০২০ সালের ২০ নভেম্বর লালপুর উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবলসহ এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় ভিকটিমের বাবা সাদেকুল আলম বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

এরপর তদন্ত শেষে ২০২১ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।