ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

৬০ হাজার ইয়াবার মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
৬০ হাজার ইয়াবার মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড ফাইল ফটো

ঢাকা: ৬০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মাদকব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৭ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় দেন।  

রায় ঘোষণার সময় আসামি তপুকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

তপু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সোনাপুর বাজারের দক্ষিণ পাশে পাটোয়ারি বাড়ির আবুল হাসেম মোল্লার ছেলে।  

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য জানান।

২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ১৫০ ইয়াবাসহ মাদকব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ডিবি পুলিশ গ্রেফতার করে। ওইদিনই ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম শাহবাগ থানায় মামলা দায়ের করেন।  

মামলা তদন্ত করে গত বছরের ২২ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আরজুন। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্যগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।