ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

করোনা: শিশুদের জামিন নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
করোনা: শিশুদের জামিন নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের শিশু আদালত কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে হবে সে বিষয়ে আলোচনা করেছে সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস।

রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা হয় বলে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
 
আলোচনায় অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এবং সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের চেয়ারপারসন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী,সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের একজন কর্মকর্তা।

 
 
মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ৫ এপ্রিল সুপ্রিমকোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। করোনা উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কীভাবে সহজ আইনগত সহায়তা দেওয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়। শিশু আদালত কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ নেবে। বিচারপতি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫,২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।