জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।
বুধবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।
যেসব ব্যক্তিদের বিরুদ্ধে ফাঁসি চাওয়া হয়েছে তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
অধ্যাপক মাহফুজুর রহমান তার সাক্ষ্যে বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অসংখ্য রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছিল।
হাসপাতালটিতে আসা ১৬৭ জন রোগীর অনেকেরই মাথার খুলি ছিল না উল্লেখ করে এই চিকিৎসক আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ডিবি পুলিশ রোগীদের চিকিৎসা দিতে বাধা দিয়েছে এবং নতুন গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করতে নিষেধ করেছে।
তিনি আরও বলেন, ডিবি পুলিশ তাদের হুমকি দিয়েছিল যে, রোগীদের রিলিজ দেওয়া যাবে না এবং এ বিষয়ে ওপরের নির্দেশ রয়েছে।
এই চিকিৎসক আরও জানান, বাধ্য হয়ে তারা অনেক রোগীর পরিচয় ও আহতের কারণ গোপন রেখে চিকিৎসা দিয়েছেন।
একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীনও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত মামলাটিতে ১৪ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।
ইএসএস/এমজেএফ