সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা স্থাবর সম্পদের মালিকানা হস্তান্তর করতে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া মো. আবুল কালাম আজাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন ওই ব্যক্তির এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে স্থিত তাদের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদের মালিকানা আবুল কালাম আজাদের মাধ্যমে হস্তান্তরের জন্য তাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন।
ওই ব্যক্তি পাওয়ার অব অ্যাটর্নি মূলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের সদস্যদের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের পাঁয়তারা করছেন। এ ছাড়া তার একাধিক পার্সপোর্ট ব্যবহার করে দেশে-বিদেশে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের আলামত নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।
এ অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মুহাম্মদ আজিজ খান এবং তার পরিবারের সদস্যদের নামীয় স্থাবর/অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার জন্য তার জাতীয় পরিচয়পত্র (NID) স্থগিত/ব্লক করা ও বিদেশগমন রহিতকরণ একান্ত প্রয়োজন।
শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
কেআই/এমজেএফ