ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
সাংবাদিক মাশুক চৌধুরীর মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও বরেণ্য কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বুধবার (২৪ জুন) এক শোক বার্তায় প্রয়াত মাশুক চৌধুরীর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রয়াত মাশুক চৌধুরী ছিলেন অসাধারণ প্রতিভাবান মানুষ। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চায় তিনি অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম ও সাহিত্যাঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।