ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক অদম্য শক্তি: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, মে ১৫, ২০২৩
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক অদম্য শক্তি: জিএম কাদের

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

রোববার (১৪ মে) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্বকাপের আগে এই বিজয় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ক্রিকেটে লড়াই করতে অনুপ্রেরণা যোগাবে এই বিজয়। তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক অদম্য শক্তি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএমএকে/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।