ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

জাপার ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
জাপার ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৪১ প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

সোমবার (৬ জানুয়ারি) পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করেন জিএম কাদের।

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভূক্ত করা হয়েছে, তারা হলেন-মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ), সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী (চট্টগ্রাম), সংসদ সদস্য ফখরুল ইমাম (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ), মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), মি. সুনীল শুভ রায় (খুলনা), এস এম ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), সংসদ সদস্য নাসরিন জাহান রতনা (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা), সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাক্ষ্মনবাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর), আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), সংসদ সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল (নীলফামারী), সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

এছাড়া প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক আট বিভাগের জন্য আটজনকে অতিরিক্ত মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), সাহিদুর রহমান টেপা (খুলনা), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী), ফখরুল ইমাম (ময়মনসিংহ), এটিইউ তাজ রহমান (সিলেট), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা)।

জাতীয় পার্টির অষ্টম জাতীয় কমিটির ক্রমানুসারে তালিকা প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুসারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নামের ক্রমানুসার চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।