ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয় পার্টি

ডিএনসিসির নির্বাচনে জাপার মনোনয়ন বিতরণ শুরু রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ডিএনসিসির নির্বাচনে জাপার মনোনয়ন বিতরণ শুরু রোববার

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে রোববার (২৭ জানুয়ারি)।

রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন দলেটির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

বিতরণ কার্যক্রম চলবে ২৮ জানুয়ারি সোমবার পর্যন্ত।  

ডিএনসিসির নির্বাচনে দলের আগ্রহী নেতাদের মধ্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

শনিবার (২৬ জানুয়ারি) জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।