ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে জাপা নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, ডিসেম্বর ২৩, ২০১৮
নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে জাপা নেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জে নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌনে ৩টায় নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতাউল গণি ওসমানী এ দণ্ড দেন।  

এর আগে, শনিবার (২২ ডিসেম্বর) রাতে ভোটারদের মধ্যে টাকা এবং নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণের সময় নবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বাংলানিউজকে জানান, জাপা নেতা মুরাদ ভোটারদের মধ্যে টাকা বিতরণ ও নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণ করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে রোববার বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দেন। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসম্বের ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।