ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

খাগড়াছড়িতে জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, মে ১৮, ২০১৭
খাগড়াছড়িতে জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় পার্টির সাংগঠনিক সভা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে মাটিরাঙ্গায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য মো. খোরশেদ আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি মিলন কান্তি ত্রিপুরা প্রমুখ।

সভা থেকে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।