ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

‘ওনারা আসায় অনুপ্রাণিত হয়েছি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ৮, ২০১৬
‘ওনারা আসায় অনুপ্রাণিত হয়েছি’ ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কূটনৈতিকদের সম্মানে হুসেইন মুহম্মদ এরশাদের ইফতার ‍পার্টি অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদিআরব, কানাডাসহ পঁচিশ দেশের রাষ্ট্রদূত অংশ নেন।


 
বুধবার (৮ জুন) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

এরশাদের ইফতার আয়োজনে বেশ কয়েকটি দলের নেতাদের ‍অংশ নিতে দেখা গেছে। এছাড়া জাতীয় পার্টির সিনিয়র নেতারাও এতে অংশ নেন।
 
আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা ড. এইচ টি ইমাম, চিফ হুইপ আসম ফিরোজ। কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল ইব্রাহিম (অব), বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখানে উপস্থিত হয়েছেন। ওনারা আসাতে অনুপ্রাণিত হয়েছি। আমরা একসঙ্গে এই দেশটাকে অনেকদূর এগিয়ে নিতে পারব।
 
বেলা ৬টা বাজারে আগেই ইফতার পার্টিতে হাজির হন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। এরপর একে একে উপস্থিত বৃটিশ হাইকমিশনার আলিসন ব্লাক, সৌদিআরবের রাষ্ট্রদূত আব্দুলাহ আল মুতাইরি, ইরানের আব্বাস বেইজি, মিশর, পাকিস্তান, জাপান, কানাডা, নরওয়েসহ ২৫ দেশের রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।