ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

কাছের মানুষের ক্ষতি থেকে বাঁচার দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
কাছের মানুষের ক্ষতি থেকে বাঁচার দোয়া

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন জারিস সু-ই, ওয়া মিন জাউজিন তুশাইয়িবুনি কবলাল মাশিবি, ওয়া মিঁউ ওয়ালাদিঁই ইয়াকুনু আলাইয়া রাব্বান, ওয়া মিম মালিঁই ইয়াকুনু আলাইয়া আজাবান, ওয়া মিন খালিলিম মাকিরিন আইনুহু তারানি, ওয়া কলবুহু তারআনি। ইন রাআ হাসানাতান দাফানাহা, ওয়া-ইন রাআ সাইয়িয়াতান আজাআহা।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে, যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাবে, এমন সন্তান থেকে, যে আমার প্রভু হতে চাইবে, এমন সম্পদ থেকে, যা আমার জন্য শাস্তিস্বরূপ হবে এবং এমন ধূর্ত বন্ধু থেকে, যার চোখ আমাকে দেখে এবং তার হৃদয় আমার প্রতি লক্ষ্য রাখে। ভালো কিছু দেখলে তা আড়াল করে এবং খারাপ কিছু দেখলে তা প্রচার করে।

সূত্র: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়া পাঠ করতেন। (তাবারানি, হাদিস : ৩১৩৭)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।