ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও ৪৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
বিশ্বে করোনায় আরও ৪৩৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ নয় হাজার ছয়জন।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৩৭৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ছয় হাজার ৭২৩ জনে।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এ সময় দেশটিতে মারা গেছেন ৪৬ জন।

অন্যদিকে এ সময় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায় ৬২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৬৬ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৬৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ২৭৩ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ছয়জন, তাইওয়ানে ৪৭ জন, কানাডায় ৩৩ জন, ফিলিপাইনে ৩৪ জন ও ইনদোনেশিয়ায় ২২ জন।

এ সময় বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ জন।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।