ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত

নয়াদিল্লি: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত কয়েক মাস ধরে চলা অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শনিবার ভারত আলোচনার প্রস্তাব দিয়েছে।

কাশ্মীর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করতে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা কিছুটা শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।



ভারত সরকার মুসলিম অধ্যুসিত কাশ্মীরে সহিংসতা কমিয়ে পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রী পি. চিদম্বরামকে প্রধান করে সর্বদলীয় একটি কমিটি গঠন করেছে। কমিটির করা আট দফার মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা শিথিল করা।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরামকে তার প্রস্তাবকে জন্য স্বাগত জানান এবং কয়েকদিনের মধ্যে একটি বৈঠক করার প্রতিজ্ঞা করেন।

১১ জুন নিরাপত্তা বাহিনীর গুলিতে এক স্কুল ছাত্র নিহত হওয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়। গত চার মাসে কাশ্মীরে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।