ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রমোশন না দেওয়ায় বসসহ পুরো পরিবারকে হত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
প্রমোশন না দেওয়ায় বসসহ পুরো পরিবারকে হত্যা!  অভিযুক্ত ফ্যাং লু

প্রমোশন না দেওয়ায় অফিসের বসসহ তার পুরো পরিবারকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। হত্যাকাণ্ডের আট বছর পর তাকে গ্রেফতার করা হলো।

 

গ্রেফতার ওই ব্যক্তির নাম ফ্যাং লু।  চীন থেকে যুক্তরাষ্ট্রে আসার পর গত ১১ আগস্ট তাকে গ্রেফতার করে হিউস্টন পুলিশ।  

মার্কিন সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ৩০ জানুয়ারি মাওয়ে সান ( ৫০), মেইক্সি সান (৪৯) টিমোথি সান ( ৯) এবং টিটাস সানকে ( ৭) হত্যা করেন ফ্যাং লু।  

পুলিশ জানায়, মাওয়ের অধীনে কাজ করতেন ফ্যাং লু।  প্রমোশনের জন্য সুপারিশ না করায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

মামলায় বলা হয়, ফ্যাং একটি কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগে বদলি হতে চাইছিলেন। এ জন্য মাওয়েকে সুপারিশের জন্য বলেছিলেন তিনি।  

এরমধ্যে ফ্যাং তার সহকর্মীদের অন্যরকম আচরণ করতে দেখেন। এতে তার মনে সন্দেহ হয়ে যে মাওয়ে তার সম্পর্কে অবমাননাকর কিছু বলেছেন। এরপর প্রমোশন না হওয়ায় ফ্যাং ভাবেন, মাওয়ে সেটি আটকে দিয়েছেন।  

ফ্যাংয়ের স্ত্রীও তদন্তকারীদের জানিয়েছেন, মাওয়ের সঙ্গে প্রমোশন নিয়ে বিরোধ ছিল তার স্বামীর। তবে তার স্বামী যে বন্দুক কিনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটি বিশ্বাস করেন না তিনি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২.
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad