ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পদ্মশ্রীজয়ী নারীকে হাসপাতালে জোর করে নাচানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
পদ্মশ্রীজয়ী নারীকে হাসপাতালে জোর করে নাচানোর অভিযোগ

সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) মধ্যে এক বৃদ্ধাকে নাচানোর অভিযোগ উঠেছে। ভারতের ওড়িশা রাজ্যের কট্টকে ঘটেছে এমন ঘটনা।

 

ভুক্তভোগী ওই নারীর নাম কামালা পূজারি। তিনি ভারতের রাষ্ট্রীয় খেতাব পদ্মশ্রী বিজয়ী।  

পারাজা আদিবাসী সম্প্রদায়ের কামালা অভিযোগ করেন, মমতা বেহেরা নামের এক সমাজকর্মী তাকে জোর করে আইসিইউর মধ্যে নাচতে বাধ্য করেছেন।  

এ ঘটনায় ওই সমাজকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ওড়িশার পারাজা আদিবাসী সম্প্রদায়।  

কামালা পূজারি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমি কখনোই নাচতে চাইনি কিন্তু এটা করতে বাধ্য হয়েছিলাম। আমি বারবার অস্বীকার করেছি, কিন্তু তিনি (মমতা বেহেরা) শোনেননি। আমি অসুস্থ ছিলাম এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম।  

আদিবাসী সম্প্রদায়ের সংগঠন পারাজা সমাজের সভাপতি হরিষ মুদুলি বলেন, যদি ওই সমাজকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রাজপথে আন্দোলন করা হবে।

কমলা পূজারি জৈব চাষের প্রচার এবং ধানসহ বিভিন্ন ফসলের ১০০টিরও বেশি জাতের দেশীয় বীজ সংরক্ষণের জন্য ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। সম্প্রতি কিডনির রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কমলা।  সোমবার ( ২৯ আগস্ট) তিনি হাসপাতাল ছাড়েন।  

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।   

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পূজারি আইসিইউতে নয়, তিনি বিশেষ কেবিনে ভর্তি ছিলেন।  

হাসপাতালের রেজিস্ট্রার ড. অবিনাশ রৌত বলেন, যে নারীর বিরুদ্ধে নাচানোর অভিযোগ উঠেছে সে ওই বিশেষ কেবিনে পূজারিকে দেখতে যেতেন।  

অভিযুক্ত বেহেরা জানান, তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। পূজারিকে উজ্জীবিত করার জন্যই তিনি নাচিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।