ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা  আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের দিকে বন্দুক তাক করায় এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 
 
এই ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে একজন লোক বন্দুক ভাইস-প্রেসিডেন্টের মুখের দিকে বন্দুক তাক করেছেন। তবে গুলি করেননি।  

তবে ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারে বুয়েন্স আয়ার্সের বাড়ির বাইরে ঘটা এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  
 
আর্জেন্টাইন এই রাজনীতিবিদ দুর্নীতির বিচারের মধ্যে রয়েছেন। ঘটনার সময় তিনি আদালত থেকে বাড়ি ফিরছিলেন। এরইমধ্যে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আর্জেন্টাইন সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ।  

আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা গুলি চালানোর চেষ্টাকে হত্যাচেষ্টা বলে আখ্যায়িত করেছেন।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ইআর
 
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।