ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মান প্রতিরক্ষা প্রধান

‘রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
‘রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়’

রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে পশ্চিমাদের সতর্ক করেছেন জার্মানির প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল এভার্ড জন। বলেছেন, যদি বর্তমান পথ বন্ধ হয়ে যায় তবে, রাশিয়ার দ্বিতীয় ফ্রন্ট খোলার সুযোগ রয়েছে।

খবর এফএক্স এমপায়ার

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই মুহূর্তে রাশিয়ার স্থলবাহিনীর বেশিরভাগ অংশ ইউক্রেনে বাধা পেতে পারে। তবে, তা সত্ত্বেও, আমাদের রাশিয়ান স্থল বাহিনীর যুদ্ধের দ্বিতীয়  ফ্রন্ট খোলার সম্ভাবনাকে অবমূল্যায়ন করা উচিত নয়।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর পাশাপাশি রাশিয়ার শক্তিশালী নৌ ও বিমান বাহিনীও রয়েছে।

এই জার্মান জেনারেল বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া‌ তার নৌবাহিনীর বড় অংশকেই এখনো ব্যবহার করেনি।   সেই সঙ্গে বিমান বাহিনীও এখন পর্যন্ত ব্যাপকভাবে অংশ নেয়নি। যা ন্যাটোর জন্যও হুমকি স্বরূপ।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।