ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নূপুর শর্মার গ্রেফতারে ভারতের সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
নূপুর শর্মার গ্রেফতারে ভারতের সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ ভারতের সুপ্রিম কোর্ট

মহানবী (সা.) কে নিয়ে বিরূপ মন্তব্য করে বহিষ্কার হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে আগামী ১০ আগস্ট পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৯ জুলাই) ভারতীয় সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত জানান।

 

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন অংশে নুপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। একের পর এক অভিযোগ দায়ের হয়। গ্রেফতারের আশঙ্কাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বহিষ্কৃত বিজেপি নেত্রী। সারা দেশে তার বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত এফআইআরগুলিকে একত্রিত করার আবেদন জানানো হয়েছে।  

নূপুর শর্মার আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টকে বলেছেন, নূপুর ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছেন । এমন পরিস্থিতেও তিনি অন্য কোনো আইনি আশ্রয় নিতে পারছেন না।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, ১৯ জুলাই, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।