ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা, নিহত ১৫ দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা

দক্ষিণ আফ্রিকার সোয়েতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

স্থানীয় সময় শনিবার (০৯ জুলাই) মধ্যরাতে একদল ব্যক্তি ওর্লান্ডো ইস্ট এলাকার একটি পানশালায় ঢোকার পরই হামলার ঘটনা ঘটে। হামলার পর হামলাকারীরা পালিয়ে যান। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কতজন এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।  

স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে পিটারমারিটজবার্গ এলাকার  আরেকটি পানশালায় বন্দুক হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এই এলাকাটি সোয়েতো শহর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে এ ঘটনা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।  

 দক্ষিণ আফ্রিকার বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ দেশ। দেশটিতে প্রতিবছর ২০ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।   সোয়েতো জোহানেসবার্গের কাছে একটি কৃষ্ণাঙ্গবহুল এলাকা।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১০ জুলাই, ২০২২
ইআর


 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।