ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘গৃহস্থালী ফসল’ হিসেবে ১০ লাখ গাঁজা গাছ দেবে থাইল্যান্ড সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মে ১২, ২০২২
‘গৃহস্থালী ফসল’ হিসেবে ১০ লাখ গাঁজা গাছ দেবে থাইল্যান্ড সরকার থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

ঢাকা: গাঁজা চাষকে বৈধতা দেওয়ার পর এবার জনগণকে গাঁজা চাষে উৎসাহ দিতে ‘গৃহস্থালী ফসল’ হিসেবে দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ গাঁজা গাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার।

আগামী জুনে এসব গাঁজা গাছ বিতরণ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

খবর: সিএনএন

এর আগে, গত ৮ মে ‘গৃহস্থালী ফসল’ এর মতোই গাঁজা চাষের ইচ্ছা প্রকাশ করে ফেসবুক পোস্টের মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপের কথা জানান।

নতুন নিয়ম কার্যকর হবে আগামী ৯ জুন থেকে। স্থানীয় সরকারকে অবহিত করে যে কেউ বাড়িতেই গাঁজা চাষ করতে পারবেন। তবে শুধু ওষুধ প্রস্তুতের উদ্দেশ্য সাপেক্ষেই গাঁজা চাষের অনুমতি দেওয়া হবে এবং গাছগুলো অবশ্যই মেডিকেল গ্রেড অনুযায়ী হতে হবে। এছাড়া, লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার ব্যবহার করা যাবে না।

গাঁজাকে থাইল্যান্ডের একটি অর্থকরী ফসল হিসেবে প্রচারের জন্যই সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে সরকার।

এর আগে, ২০১৮ সালে চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, মে ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।