ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এবার কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এবার কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত ওকসানা বাউলিনা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর বোমা হামলায় ওকসানা বাউলিনা নামে এক রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের পডিলে হামলায় ক্ষয়ক্ষতির চিত্র ধারণের সময় বোমা হামলায় ওকসানা মারা যান। তিনি কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে দ্য ইনসাইডারের জন্য প্রতিবেদন করছিলেন।

বিবিসি জানিয়েছে, ওকসানা এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন। কিন্তু গত বছর নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে রুশ কর্তৃপক্ষ। ফলে ওকসানার মতো অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

দ্য ইনসাইডার জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় আরো একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর গত এক মাসে এ নিয়ে দেশটিতে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
জেডএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।