ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিষয়টি একেবারেই সহজভাবে নেয়নি রাশিয়া।

প্রায় সঙ্গে সঙ্গেই এই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ক্রেমলিন একে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘ক্ষমার অযোগ্য’ বাগাড়ম্বর বলে আখ্যা দিয়েছে।

বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেন বাইডেন। এ বিষয়ে তার পূর্ব প্রস্তুতি ছিল না। আর সে কারণে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন ‘অন্তরের অন্তস্থল থেকে এ কথা বলেছেন’।  

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, যাদের ছোড়া বোমায় পৃথিবীর হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছ থেকে এ ধরনের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।  

বাইডেনের বক্তব্যের মাধ্যমে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লো বলে মনে করা হচ্ছে।  

ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন?

প্রশ্নের জবাবে শুরুতে বাইডেন ‘না’ বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না...? ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ  ১৭, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।