ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

নো ফ্লাই জোন চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, মার্চ ১, ২০২২
নো ফ্লাই জোন চায় ইউক্রেন

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্লেনের জন্য ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ তৈরির কথা বিবেচনা করতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মস্কো বোমা হামলা শুরু করলে এই আহ্বান জানান তিনি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ১৪ লাখ মানুষের শহর খারকিভে হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষ হত্যা করেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এখন ইউক্রেনের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র, প্লেন এবং হেলিকপ্টার ঠেকানোর সময়।

বেঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য আলোচনা তখনই হতে পারে যখন এক পক্ষ অপর পক্ষকে আলোচনার মধ্যে রকেট হামলা চালাবে না। তবে নো-ফ্লাই জোন কিভাবে এবং কে কার্যকর করবে তা স্পষ্ট করেননি জেলেনস্কি।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি সাংবাদিকদের বলেছেন, নো-ফ্লাই জোন বাস্তবায়নের বিষয়। এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে। এ কারণে হয়তো সরাসরি সংঘাতের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা তৈরি হবে। এটা আমাদের পরিকল্পনায় নেই।

প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ক্রমেই জোরালো হচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। সোমবার দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার আলোচনা হলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।

এদিকে, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।