ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, স্কুল-কলেজ বন্ধ

হিজাব ইস্যুতে উত্তাল ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটক।

ইতোমধ্যে হিজাব বিতর্কের জেরে দুই পক্ষের সহিংস দ্বন্দ্ব এড়াতে রাজ্যের স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হিজাব ইস্যুতে আদালতে শুনানি শুরুর আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এ নির্দেশ দেন।

চলতি বছরের জানুয়ারি মাসে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে ছয় ছাত্রীকে মাথায় হিজাব পরে আসায় ক্লাসে ঢুকতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন থেকে আন্দোলন শুরু হয়, ক্রমে তা রাজ্যের অন্য স্কুল-কলেজগুলোতে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে উদুপি এবং চিক্কামাগালুরে ডানপন্থী সংগঠনগুলো ছাত্রীদের হিজাব পরে কলেজে প্রবেশের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ জানাতে থাকে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে কলেজে সংঘর্ষও হয়।

হিজাব ইস্যুতে রাজ্যের বহু স্কুল-কলেজে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার এ মামলার শুনানি চলে। বুধবারও (৯ ফেব্রুয়ারি) শুনানির নির্দেশ দিয়েছেন বিচারক।

স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, স্কুল-কলেজে দুই পক্ষের লাগাতার বিক্ষোভ থামাতে তৎপর রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে তারা।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেছেন, হিজাব বা গেরুয়া উত্তরীয় নয়, শিক্ষা প্রতিষ্ঠানে পরা উচিত ইউনিফর্ম।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় কলেজগুলোতে ডানপন্থী সংগঠনের সমর্থকরা হিজাব পরা ছাত্রীদের উত্যক্ত করছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।