ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের উপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১ হাজার জন।

ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি।  খবর দ্য পেনিনসুলার।

সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়েছেন।  

ফিলিস্তিনিদের ‘ভাই’ সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় ইসরায়েলের হামলা থামাতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।