ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দুটি চীনা টেলিকম ফার্মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
দুটি চীনা টেলিকম ফার্মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

চীনের দুটি টেলিকম ফার্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)।  

বুধবার তারা বলেছে, ইউনিকম আমেরিকা ও প্যাসিফিক নেটওয়ার্কের অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

চীনের এই দুটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।  

যুক্তরাষ্ট্রের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এপ্রিল মাসে তিনটি চীনা টেলিযোগাযোগ কোম্পানির অপারেটিং লাইসেন্স বাতিল করার বিষয়ে সতর্কতা জারি করে। বুধবার উদ্ধৃত দুটি এবং চায়না টেলিকম কর্পোরেশন লিমিটেড দুই দশক আগে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমোদন পায়।  

সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

এফসিসি বুধবার বলেছে, কোম্পানিগুলো এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের তাদের অনুমোদন সম্পর্কে গুরুতর উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে।

এফসিসি কমিশনার জিওফ্রে স্টার্কস উল্লেখ করেছেন, অনেক চীনা টেলিকম সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিচালিত ডাটা সেন্টারের মালিক। ফলে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলা করার জন্য বর্তমানে এফসিসির কর্তৃত্বের অভাব রয়েছে।

২০১৯ সালের মে মাসে এফসিসি সর্বসম্মতিক্রমে আরেকটি চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ কোম্পানি চায়না মোবাইলকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।