ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের উন্নয়নে জেলা পর্যায়ে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
জম্মু-কাশ্মীরের উন্নয়নে জেলা পর্যায়ে কমিটি গঠন

ভারতের জাতীয় পর্যায়ের প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা পর্যবেক্ষণে দেশটির কেন্দ্রীয় প্রশাসন বিভাগ নতুন একটি কমিটি গঠন করেছে।

কমিটির অধিনে ‘কৃষি অবকাঠামো তহবিল’র অর্থায়নের এই অঞ্চলগুলোর উন্নয়ন কর্মাকাণ্ড পরিচালনা করা হবে।

একইসাথে এই কমিটি প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য সুবিধাভোগী ও প্রকল্পগুলোর নির্বাচিত তালিকা পরীক্ষা ও অনুমোদনের জন্যও সরকারকে মতামত জানাবে।

এ বিষয়ে জম্মু এবং কাশ্মীরের ২০টি জেলার জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। তারা প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার জন্য এবং একটি কার্যকর প্রকল্প প্রস্তুত করার জন্য সুবিধাভোগীদের চিহ্নিত করবেন বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া ব্লুমস

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad