ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা: ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৯৯৭১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুন ৭, ২০২০
করোনা: ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৯৯৭১ ছবি: সংগৃহীত

ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮। ফলে শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ স্থানে পৌঁছে গেছে ভারত। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন।

রোববার (৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) এর পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া বলেন, ‘আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়া অব্যাহত থাকতে পারে।

তবে জাতীয় পর্যায়ে গণসংক্রমণ এখনো দেখা যায়নি। ’

ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৯ হাজার ৯৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৬৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন।

এরপর সর্বাধিক আক্রান্ত রাজ্য তামিলনাড়ু। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫২। এ রাজ্যে টানা ছয় দিন ধরে দৈনিক এক হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

ভারতে কোভিড-১৯ রোগীদের সুস্থতার হার ৪৮ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।