ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে স্পেনে আরও শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা ভাইরাসে স্পেনে আরও শতাধিক মৃত্যু ছবি: সংগৃহীত

চীনে প্রাদুর্ভাব কমলেও বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে করোনা ভাইরাস। স্পেনে আরও ১০১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দু’ হাজারেরও বেশি মানুষ।

এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৮৪৫ জন।

নতুন করে আরও ১০১ জনের মৃত্যুসহ দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯২ জন।

কোভিড-১৯ মোকাবিলায় স্পেনে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন জনগণকে খাবার, ওষুধ কেনা বা কাজে যাওয়ার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলে এ রোগটি ছড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ৬ হাজার ৫১৮ জন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।