ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় মৃত্যুতে ইরানকে ছাড়িয়ে গেলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
করোনায় মৃত্যুতে ইরানকে ছাড়িয়ে গেলো  ইতালি

করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। কোভিড-১৯ রোগে নতুন করে মারা যাওয়ার সংখ্যা আসায় তা মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইরানকে ছাড়িয়েছে। তাতে ভাইরাসের শনাক্তস্থল চীনের পর ইরানকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইতালি।

বুধবার (০৪ মার্চ) সকালে কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, আক্রান্তের সংখ্যা দুই হাজার দুইশ ৬৩ জন। আর ইরানে মৃতের সংখ্যা ৭৭ জন, আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৬ জন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ রোগে মারা গেছেন ৩২ জন, দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার তিনশ ২৮ জন।
 
সবশেষ তথ্যানুযায়ী প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুইশ একজনে দাঁড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৬০ জন। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৭০ জন। আর সেখানে মারা গেছেন দুই হাজার ৯৮১ জন।

ভাইরাসটি এরইমধ্যে বিশ্বের ৬৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।