bangla news

অস্ট্রিয়া-ক্রোয়েশিয়ায় করোনা ভাইরাস রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৫ ৯:২১:৩১ পিএম
প্রতীকী

প্রতীকী

আরো দুই দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যার মাধ্যমে ৩৮টি দেশে বিস্তার লাভ করলো কোভিড-১৯ রোগটি।

সবশেষ যুক্ত হওয়া দেশ দুটি হলো- অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়া।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রিয়ায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের শরীরে ভাইরাসটি পজেটিভ পাওয়া যায়। তবে তাদের জাতীয়তা জানানো হয়নি। 

অন্যদিকে একজন করোনা আক্রান্ত রোগীর তথ্য নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনোভিচ। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইতালি সফর করেছেন বলেও জানান তিনি।

এর আগে চীনসহ বিশ্বের ৩৬টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে দুই হাজার ছয়শ মানুষের মৃত্যু ঘটিয়েছে। আর আক্রান্ত হয়েছেন আরো অন্তত ৮০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-25 21:21:31