ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৪৫ দিন পর ইন্টারনেট চালু হলো লাদাখে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
১৪৫ দিন পর ইন্টারনেট চালু হলো লাদাখে জম্মু-কাশ্মীর ও লাদাখের নতুন মানচিত্র। ছবি: সংগৃহীত

১৪৫ দিন অর্থাৎ প্রায় পাঁচ মাস যাবত ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখে। অবশেষে ইন্টারনেট সেবা আবারও চালু করা হলো লাদাখের কারগিলে। তবে, কাশ্মীর উপত্যকায় এখনো বন্ধ রয়েছে ইন্টারনেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শুক্রবার সকালে লাদাখের কারগিলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কারগিলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তাই মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয়েছে। এছাড়া, ব্রডব্যান্ড ইন্টারনেট এর আগেই চালু করা হয়েছিল।

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। এছাড়া, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা দু’টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর জেরে কাশ্মীরজুড়ে বিক্ষোভের আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।