ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ ইরাকে নিরাপত্তাবাহিনীর গুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
দক্ষিণ ইরাকে নিরাপত্তাবাহিনীর গুলি, নিহত ২০

ইরাকের চলমান বিক্ষোভে দক্ষিণাঞ্চলের জি কার প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) প্রদেশেটির নাসিরিয়া শহরে বিক্ষোভকারীদের সমাবেশে নিরাপত্তাবাহিনী গুলি চালালে এ ঘটনা ঘটে। প্রদেশের স্বাস্থ্য বিভাগের সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি এক বিবৃতিতে তার পদত্যাগের কথা জানালেও বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণাকে নাচ-গান ও উল্লাসের মাধ্যমে বিক্ষোভকারীরা স্বাগত জানালেও তারা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগকে বিক্ষোভের প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে তারা জানান, দেশের রাজনৈতিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

এর আগে ১ অক্টোবর থেকে উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ এবং দুর্নীতির বন্ধের দাবিতে ইরাক জুড়ে বিক্ষোভ শুরু হয়।

ইরাকের হাইকমিশন ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, বিক্ষোভে এ পর্যন্ত দেশটিতে ৪০৫ জন নিহত এবং ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।