ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আরব আমিরাতে এফ-৩৫ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরব আমিরাতে এফ-৩৫ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বেড়েই চলেছে। আর এ সুযোগ হাতছাড়া করতে চাইছে না যুক্তরাষ্ট্র। নানাভাবে দেশগুলোতে নিজের অবস্থান দৃঢ় করতে সামরিক শক্তি বাড়িয়েই যাচ্ছে দেশটি। এ লক্ষ্যে এবার সংযুক্ত আরব আমিরাতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) দ্য স্টান্ডার্ড এক্সামিনারের সূত্রে এ খবর জানায় স্পুটনিক।

মার্কিন বিমান বাহিনীর ৩৮৮তম ফাউটার উইংয়ের কমান্ডার কর্নেল স্টিভেন বেহমেরের বরাতে খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের হিল বিমানঘাঁটি থেকে ইতোমধ্যেই ৩৪তম ও ৪৬৬তম ফাইটার উইংয়ের বৈমানিক ও অন্য কর্মকর্তারা আরব আমিরাতের আল-জাফারা বিমানঘাঁটিতে রওয়ানা হয়েছেন।

রুড রামস নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর ৩৪তম স্কোয়াড্রন লকহেড মার্টিন এফ-৩৫ যুদ্ধবিমান সজ্জিত। মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমানটি আধুনিকতম।

এর আগে এ বছরের শুরুতে ৪র্থ ফাইটার স্কোয়াড্রনকে আরব আমিরাতের বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছিল। মোতায়েনের ছয় মাস পর স্কোয়াড্রনটিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।