bangla news

ঝরনায় সেলফি তুলতে গিয়ে ফরাসি যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৫ ২:৩২:২৫ পিএম
‘না মুয়েং ২’ ঝরনা। ছবি: সংগৃহীত

‘না মুয়েং ২’ ঝরনা। ছবি: সংগৃহীত

ঢাকা: স্মার্টফোনের যুগে অনেকেই দিন-রাত সেলফি তোলার নেশায় বুদ হয়ে থাকেন। ঘুম থেকে উঠে ফের ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সব মুহূর্তকেই ক্যামেরাবন্দি করে রাখার প্রয়াস সেলফিপ্রেমীদের মধ্যে দিনকে দিন বাড়ছেই। এই সেলফি তোলার জন্যে অনেকেই অনেক রকমের ঝুঁকিও নিতে দ্বিধাবোধ করে না। আর একারণে প্রাণও হারাতে হয় অনেককে।

এমনই এক ঘটনা ঘটেছে পর্যটনপ্রেমীদের পছন্দের দেশ থাইল্যান্ডে। ঝরনায় সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ৩৩ বছর বয়সী এক ফরাসি পর্যটক।

শুক্রবার (১৫ নভেম্বর) থাই পুলিশের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন স্থান কো সামুই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ওই ফরাসি যুবক। সঙ্গে ছিল তার বন্ধুও। সেই দ্বীপের ‘না মুয়েং ২’ ঝরনার ওপরে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারান তিনি। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির ট্যুরিস্ট পুলিশ।

ফুভাডল ভিরিয়াভারাংকুলু নামে এক ট্যুরিস্ট পুলিশ বলেন, এর আগে গত জুলাইয়েও একই স্থান থেকে পড়ে গিয়ে এক স্পেনিশ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এই জায়গাটি অনেক পিচ্ছিল বলে পর্যটকদের সাবধান করতে এখানে ‘বিপদজনক’ চিহ্ন দেওয়া ছিল। কিন্তু সেখানেই সেলফি তুলতে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে বিবেচিত থাইল্যান্ড। প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি পর্যটক দেশটিতে ভ্রমণে যায়। 

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-15 14:32:25