ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আসছে বছর নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু ইরানে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
আসছে বছর নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু ইরানে 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এরই মাঝে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে দেশটি। 

রোববার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি ইরানের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।

আসন্ন এ নির্বাচন ঘিরে সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানী তেহরানে নির্বাচনী সদর দফতরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানী ফাজলি।  

এ কার্যালয়ে মূলত জনসংযোগ, নির্বাচনী নিরীক্ষা ও প্রচারণা সংক্রান্ত বিভাগগুলো রয়েছে। পাশাপাশি আইন সংক্রান্ত বিষয় ও নির্বাচনকালীন পরিসংখ্যান কমিটিগুলোও এ দফতর থেকেই পরিচালিত হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুলরেজা রাহমানী বলেন, নানামুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে এ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যাবতীয় নিরাপত্তা ও পর্যবেক্ষণে নির্বাচনী সদর দফতরের অন্তত ২০টি বিভাগ কাজ করবে।  

বাংলাদেশ সময়: ২২০১  ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
কেএসডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।