ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদি বাদশাহর সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
সৌদি বাদশাহর সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ সিআইএ প্রধান ও সৌদি বাদশার বৈঠক। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক গিনা হ্যাসপেলের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজপরিবারের সমালোচকদের ওপর গোয়েন্দাগিরির অভিযোগে মার্কিন আদালতে দুই সৌদি নাগরিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এই বৈঠক হলো দু’জনের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রিয়াদে বাদশাহর প্রাসাদে এই বৈঠক হয় বলে জানায় মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমান ও সিআইএ প্রধান হ্যাসপেলের বৈঠকে ওয়াশিংটন-রিয়াদের কূটনৈতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও গোয়েন্দা প্রধান খালিদ আল-হুমায়দানও ।  

রাজপরিবারের সমালোচকদের টুইটার অ্যাকাউন্টে ঢুকে তাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বুধবার (৬ নভেম্বর) দুই সৌদি নাগরিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

নামপ্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের একজন কর্মকর্তা বলেন, এই ফৌজদারি মামলার বিষয়ে সৌদি সরকার এখনো কিছু বলছে না। তবে যেটা আমি মনে করি, আমাদের নাগরিকরা যে দেশে থাকছেন, তারা যেন সেখানে স্থানীয় আইন মেনে চলেন।

ওই তিনজনের মধ্যে টুইটারের সাবেক দুই কর্মীও রয়েছেন। তাদের বিরুদ্ধে মার্কিন কৌঁসুলিরা বলছেন, ওই তিনজন ‘সৌদি রাজপরিবারের এক নম্বর’ সদস্যের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। এই ‘এক নম্বর’ সদস্য বলতে শেষ পর্যন্ত সৌদির কার্যত শাসক প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইঙ্গিত করা হয়।

রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিন উষ্ণ থাকলেও গত বছর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই সম্পর্কে শীতলতা নামে। পরে সিআইএ’র পক্ষ থেকে বলা হয়, সৌদি নাগরিক ও রাজপরিবারের সমালোচক খাশোগি হত্যায় খোদ মোহাম্মদ বিন সালমানের যোগসাজশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।