ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

'সিরিয়ায় তুর্কি অভিযানে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ'

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
'সিরিয়ায় তুর্কি অভিযানে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ'

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে গত সপ্তাহ থেকে শুরু হওয়া তুরস্কের সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ। 

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

   

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে উত্তরাঞ্চলে শুরু হওয়া তুরস্কের অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ৭০ হাজারেরও বেশি শিশু।  

এদিকে আরেক বিবৃতিতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জানায়, সোমবার তুর্কি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নতুন করে তাদের ২৩ যোদ্ধা নিহত হয়েছেন।  

গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত এ অভিযানে মোট কতোজন নিহত হয়েছেন সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।