ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল গোলাগুলি

সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয়পক্ষই বিষয়টি স্বীকার করেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় এ গোলাগুলি হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে সেনা ঘাঁটি ও যান লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এর জবাবে তারাও গুলি চালায়।  

এদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি যান ধ্বংস করেছে। গাড়ির ভেতরে থাকা সৈন্যরা নিহত বা আহত হয়েছে।  

যদিও হতাহতের বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।