ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বোমা হামলায় তালেবান নেতার ভাইসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
বেলুচিস্তানে বোমা হামলায় তালেবান নেতার ভাইসহ নিহত ৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক নেতার ভাই ও ইমামসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি টানতে চলমান যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনায় এ হামলা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।  

বোমা বিস্ফোরণকালে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ছোট ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন। যদিও তখন হাইবাতুল্লাহ সেখানে ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা বলেন, আমরা এক বোমা বিস্ফোরণে নেতা শেখ হাইবাতুল্লাহর ছোট ভাইকে হারিয়েছি। এ ঘটনায় আখুন্দজাদার ছেলেও আহত হয়েছেন বলে অপর এক সূত্র জানায়।  

অন্যদিকে পাকিস্তানি পুলিশ নিহতদের কারও পরিচয় প্রকাশ করেনি।  

কোয়েটা পুলিশপ্রধান আব্দুল রাজ্জাক বলেন, ইমামের চেয়ারের নিচে টাইম বোমা বসিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়।  

বেলুচিস্তানে একাধিক বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকলেও এ হামলার ব্যাপারে অনেকেই আফগান সরকারকে সন্দেহ করছে। কারণ, তালেবানকে নিঃশেষ করতে আফগান সরকার সর্বাত্মক লড়াইয়ে রয়েছে। যদিও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে আফগান সরকার কোনো মন্তব্য করেনি।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯ 
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।