ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রানওয়ের বাইরে ধাক্কা খেলো যাত্রীবাহী প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
রানওয়ের বাইরে ধাক্কা খেলো যাত্রীবাহী প্লেন রানওয়ের বাইরে লাইট ইউনিটের সঙ্গে ধাক্কা লাগে প্লেনটির। ছবি: সংগৃহীত

ঢাকা: একটি যাত্রীবাহী প্লেন ওড়ার ঠিক আগমুহূর্তে রানওয়ের বাইরে লাইটিং ইউনিটে ধাক্কা লাগার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

জানা গেছে, গত সোমবার (১২ আগস্ট) ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর দমোদেদোভো বিমানবন্দরে। এসময় এস৭ এয়ারলাইনের প্লেনটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আঘাত লাগলেও প্লেনটি নিরাপদেই গন্তব্যে পৌঁছেছে। তবে নিচের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতি ফ্লাইটে কিছুটা দেরি হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্লেনটি রানওয়ে ছেড়ে ওড়ার মুহূর্তে নিচে লাইট ইউনিটের সঙ্গে আঘাত লাগে। এতে ওই জায়গায় ধুলোর মেঘ তৈরি হয়।  

এ ঘটনায় পাঁচটি লাইট ইউনিট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, এতে সেখানকার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।