ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিডনিতে ছুরি-হামলায় নিহত ১, হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
সিডনিতে ছুরি-হামলায় নিহত ১, হামলাকারী আটক ছুরি নিয়ে একাধিক ব্যক্তির ওপর হামলার চেষ্টা করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে দুর্বৃত্তের ছুরি-হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।   

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিডনি সিটি সেন্টারের কাছে এ হামলা হয়।

জানা যায়, আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবক হোটেল সিবিডির পেছনে এক নারীকে ছুরিকাঘাত করে।

তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আহত হলেও এ নারীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার কিছুক্ষণ পরেই শহরের ক্লারেন্স স্ট্রিটে আরেক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।   

নিকটবর্তী উইনিয়ার্ড রেলওয়ে স্টেশন এলাকায় ওই যুবক আরও কয়েকজন পথচারীর ওপর বড় ছুরি নিয়ে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই ছিল। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।