ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে শান্তি চায় সৌদি-মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
কাশ্মীরে শান্তি চায় সৌদি-মালয়েশিয়া কাশ্মীরজুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে তারা। দ্বিখণ্ডিত জম্মু-কাশ্মীরের জনগণের স্বার্থে ওই অঞ্চলে শান্তি ফেরাতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন> বিচ্ছিন্ন’ কাশ্মীরে বিক্ষোভ-পাথর নিক্ষেপ

একইভাবে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও।  

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম মেনে চলতে সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া।  

আরও পড়ুন> ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করলো পাকিস্তান

পাশাপাশি, ভারত-পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তারা আশা করে, এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতির জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ড থেকে দু’দেশই নিজেদের বিরত রাখবে।   

বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়া বিশ্বাস করে, দীর্ঘদিন ধরে চলা এ ইস্যুর সমাধানে আলোচনা ও পরামর্শই সেরা উপায়।

আরও পড়ুন> এবার কাশ্মীর বিভাজনের তীব্র বিরোধিতায় চীন

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।