bangla news

উত্তর প্রদেশে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-২২ ৭:১৭:৫৭ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: ভারতের উত্তের প্রদেশে রোববার (২১ জুলাই) বজ্রপাতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এর আগের দিন নিহত হয়েছেন আরও একজন। পাশাপাশি, সাপের কাপড়ে গত ১৮ ও ২০ জুলাই প্রাণ হারিয়েছেন আরও দুই জন। এসময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ১৩ জন। 

সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (২১ জুলাই) বজ্রপাতের শিকার হয়েছেন কানপুর ও ফতেহপুরে সাত জন করে, ঝাঁসিতে পাঁচ জন, জালাউনে চার জন, হামিরপুরে তিন জন, গাজীপুরে দুই জন, আর জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে এক জন করে।

এর আগের তিন জনের মধ্যে দেওরিয়ায় বজ্রপাতে এক জন, কুশিনগর ও আমবেদকরনগরে সাপের কামড়ে এক জন করে মারা গেছেন।

গত কয়েক দিনে রাজ্যে এত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুক্তভোগী প্রতি পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-22 07:17:57