ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় এবার আদালতের পেছনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
শ্রীলঙ্কায় এবার আদালতের পেছনে বিস্ফোরণ আরও হামলার আশঙ্কায় শ্রীলঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হওয়ার সপ্তাহ না পেরোতেই এরইমধ্যে আবারও বিস্ফোরণে কেঁপেছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির রাজধানী কলম্বো থেকে ২৫ মাইল দূরে পুগোডা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে বোমা বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, খোলা জায়গায় বিস্ফোরণ হওয়ায় কেউ হতাহত হয়নি।

ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগে রোববার (২১ এপ্রিল) কলম্বোর তিন গির্জা, চার হোটেলসহ আটটি জায়গায় দফায় দফায় বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় নিহত হন ৩৫৯ জন মানুষ। আহত হয়ে চিকিৎসাধীন আরও চার শতাধিক মানুষ।

হামলাটির দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া।

তবে লঙ্কান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনের দাবি, এ হামলায় ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) ও জামিয়াতুল মিলাতু ইব্রাহিম (জেএমআই) নামে দু’টি স্থানীয় সংগঠন জড়িত।

এদিকে, আরও হামলার আশঙ্কায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা অব্যাহত। সব স্কুল-কলেজ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
একে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।