ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ইন্দোনেশিয়ায় বন্যায় ৫০ জনের প্রাণহানি ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও প্রায় ২১ জন।

রোববার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানায় দেশটির দুর্যোগ সংস্থা কর্তৃপক্ষ।

দুর্যোগ সংস্থার কর্মকর্তা কোর সিম্বোলন বলেন, শনিবার (১৬ মার্চ) প্রদেশটির রাজধানী জয়াপুরের নিকটস্থ সেনটানি এলাকায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত থেকে এ বন্যার সৃষ্টি হয়েছে।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, বন্যায় কমপক্ষে নয়টি বাড়িঘর এবং দুইটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনুসন্ধান ও উদ্ধার দল এখনও সব ক্ষতিগ্রস্ত এলাকাতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

বিবৃতিতে নুগ্রহ বলেন, বন্যার পানি এখন অনেকটাই কমে গেছে। তবে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে আছে।

তিনি আরও বলেন, নিজেদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১২০ জন স্থানীয় বাসিন্দা সরকারি অফিসগুলোতে আশ্রয় নিয়েছেন।

তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নুগ্রহ।

রেড ক্রস এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় কর্তৃপক্ষ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শত শত মানুষের প্রাণহানি হচ্ছে। ক্ষতি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯/আপডেট: ১২১৮ ঘণ্টা
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।